নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর সদর উপজেলায় পদ্মা নদী থেকে গতকাল মঙ্গলবার বিকেলে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আগের দিন সোমবার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের বোলতা স্লুইচগেট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও নৌপুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পদ্মা নদীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে আসে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এসময় উৎসুক জনতা মরদেহ দেখতে ভীড় জমায়। আগের দিন সোমবার দুপুরে গোদার বাজার ঘাট থেকে থেকে দুই কিলোমিটার ভাটিতে দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের বোলতা স্লুইচ গেট এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। ওই মরদেহের শরীরের বিভিন্ন অঙ্গ পচে গিয়ে ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দৌলৎদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই মরদেহটি প্রায় ১৪ থেকে ১৫ দিন আগের। মরদেহটি একদম পচে গলে গিয়েছে। আগের দিনও আরেকটি মরদেহ উদ্ধার করা হয়ে ছিল। তবে মরদেহ দুটির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা তা বলা যাচ্ছে না।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান বলেন, বিষয়টি নৌপুলিশ দেখভাল করছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। আর তাদের পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা চালানো হবে। অনেক সময় বর্ষায় গরু ব্যবসায়ীদের মরদেহ ভেসে আসে। এই মরদেহ দুটি নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply