২৬ সেপ্টেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাটকার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা।
এতে আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, সাবেক কমান্ডার আবুল হোসেন, সেলিম আহমেদ, যুদ্ধকালীন কমান্ডার ডা.কামরুল হাসান লালী, এস এম নওয়াব আলী প্রমূখ। এসময় সদর উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাটকার্ড বিতরণ করা হয়।
কাজী কেরামত আলী বলেন, মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলেন। তাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমার বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমি মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড প্রদান করতে পেরে গর্ববোধ করছি।
Leave a Reply