২৬ সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বোলতা স্লুইচগেটের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সদর থানা সূত্রে জানা যায়, মরদেহটি পদ্মা নদীতে ভেসে ভেসে লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বোতলা স্লুইচ গেটের কাছে একটি মরদেহ ভেসে আসে। পদ্মার তীর রক্ষা ব্লকে আটকে থাকায় মরদেহটি আটকে ছিল। মরদেহটি পচে গিয়েছে। তবে পায়ে দাগের চিহ্ন রয়েছে। স্থানীয়রা প্রথমে তাঁর গায়ের পোষাক দেখতে পায়। কাছে গিয়ে দেখে মরদেহ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজবাড়ীর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এরপর নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশের গায়ে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যাকান্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply