আবদুল হালিম বাবু
২৫ সেপ্টেম্বর সকালে রাজবাড়ীতে অংশীজনদের নিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের (সদর ও গোয়ালন্দ উপজেলা) কাজী কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ।
সভা পরিচালনা করেন মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ফকীর আবদুল জব্বার, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র আলমগীর শেখ তিতু প্রমূখ।
এমপি কাজী কেরামত আলী বলেন, সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। মূলত পূজাকে সামনে রেখেই সরকারি ভাবে এই সম্প্রীতি -সমাবেশ আয়োজন করা হয়েছে। রাজবাড়ী একটি শান্তি প্রিয় জেলা। দেশভাগের পরও অনেক হিন্দু পরিবার ভারতে না গিয়ে আমাদের এখানে রয়ে যান। আমরা সবাই মিলে মিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে হিন্দুরা সংখ্যালঘু। আবার ভারতে মুসলিমরা সংখ্যালঘু। প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে।
Leave a Reply