রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনজন প্রার্থী।
নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ। তিনি পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি।
বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন দীপক কুন্ডু। তিনি পাংশা পৌর আওয়ামীলীগের সহসভাপতি। তাঁর বাড়ি পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামে।
এছাড়া ইমামুজ্জামান চৌধুরী নামে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।
মোট পাঁচজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে ছিল। অপর দুইজনের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (বিগত জেলা পরিষদ নির্বাচনে পরাজিত) রকিবুল হাসান পিয়ালের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। মো. রাশেদুজ্জামান নামে এক ব্যবসায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রাজবাড়ীতে সংরক্ষিত ওয়ার্ড দুটি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে সংরক্ষিত এক নম্বর ওয়ার্ড। এখানে প্রার্থী হয়েছেন মোট সাতজন।
অপরদিকে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিনটি উপজেলা, একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে দুই নম্বর ওয়ার্ড। এখানে দুইজন প্রার্থী মনোনয়নপত্র তোলেন। একজন মনোনয়নপত্র জমা না দেয়ায় সফুরা খাতুন প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন।
এক নম্বর ওয়ার্ডে পাঁচজন, দুই নম্বর ওয়ার্ডে তিনজন, ৩ নম্বর ওয়ার্ডে দুইজন, ৪ নম্বর ওয়ার্ডে চারজন এবং পাঁচ নম্বর ওয়ার্ডে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
Leave a Reply