২৪ সেপ্টেম্বর রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কাউন্নাইর গ্রামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর নাম রোজিনা আক্তার (৪১)। তিনি কাউন্নাইর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্বামীর নাম হযরত আলী মন্ডল। রোজিনার বাবার নাম হোসেন শেখ। হযরত রোজিনার বাড়িতেই বসবাস করতেন।
রোজিনার স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয়বছর আগে রোজিনা সঙ্গে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মোকাম্মেল মন্ডলের ছেলে হযরতের সঙ্গে বিয়ে হয়। আগেও রোজিনার অন্যত্র বিয়ে হয়ে ছিল। তবে সংসার টেকেনি। রোজিনা একটি ছেলে (আগের বিয়ের) আছে। রোজিনার স্বামীর সঙ্গে বিয়ের পর কয়েক বছর ঢাকাতে ছিল। পরে ঢাকা থেকে ফিরে এসে বাবার বাড়িতে বসবাস করতো। হযরত ইটভাটা ও মাঠে শ্রমিকের কাজ করতেন। গতরাতে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়িতে ফেরেন।
নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন, সকালে বোনের ঘরের দরজা খোলা ছিল। এসময় ভাগিনা রাব্বী (১৪) তাকে (রোজিনা) ডাকাডাকি করেন। ঘরের ভেতরে গিয়ে বিছানার ওপর কাঁথা মুড়িয়ে শুয়ে থাকতে দেখে। ডাকাডাকিতে সাড়া না দেয়াতে গায়ে ধাক্কা দেয়। এসময় রোজিনা মারা গেছে বুঝতে পেরে চিৎকার দেয়। সবাই ঘরে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনার পর থেকে হযরত পলাতক রয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply