নিজস্ব প্রতিবেদক ..
১৮ সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোঁশবাড়িয়া পদ্মা নদীর কোল থেকে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম নীরু দেবনাথ (৬০)। তিনি খোঁশবাড়িয়া গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।
বেলগাছি লালন আরশিনগর একাডেমীর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম বলেন, নীরু ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি চারদিন ধরে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, পদ্মা নদীর কোলে তিনি পা পিছলে পড়ে গিয়ে ছিলেন। পরে পানিতে ডুবে মারা যান। তাঁর পরিবারের স্বজনেরাও কোনো সাধারণ ডায়েরী (জিডি) করেনি। দুপুর ২টার দিকে বাড়ি থেকে কিছু দুরে পদ্মা নদীর কোলে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত পানিতে পরে গিয়ে ছিলেন।
Leave a Reply