1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
March 27, 2023, 11:05 pm

নাটক ‘চন্দ্রগ্রহণ’ মঞ্চস্থ ও পদক প্রদান

  • সর্বশেষ আপডেট Sunday, September 18, 2022
  • 86 মোট ভিউ

 

আবদুল হালিম বাবু..

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটক মঞ্চায়ন ও চারজন গুণিজনকে গোবিন্দচন্দ্র ঘোষ স্মৃতি পদক প্রদান করা হয়েছে। স্বদেশ নাট্যাঙ্গনের উদ্যোগে শুক্রবার রাতে এই অনুষ্টানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদুজ্জামান ফিরোজ। সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব ম. নিজাম। আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সালাম তাসির, প্রাক্তন সিভিল সার্জন পারিজাত পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ।


পদক প্রাপ্তরা হলেন নারীনেত্রী দেবাহুতি চক্রবর্তী (২০১৯), নাট্যব্যক্তিত্ব অনিরুদ্ধ কুমার ধর (২০২০), নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী মোমেনা চৌধুরী (২০২১) এবং নাট্যব্যক্তিত্ব রুমা মোদক (২০২২)। এছাড়া সংগঠনের ১০জন আজীবন সদস্যকে সম্মাননা জানানো হয়। পদক প্রাপ্তদের জীবনাপাঠ করা হয়। জীবনী পাঠ করেন সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, সুমী ইসলাম, সিঁথি স্যানাল ও তামান্না আমান। স্বাগত বক্তব্য দেন সংগটনের সাধারণ সম্পাদক উচ্ছ্বাস কুমার ঘোষ।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে নাটক ‘চন্দ্রগ্রহণ’ মঞ্চস্থ করা হয়। নাটকটি রচনা করেছেন অজয় দাস তালুকদার। এতে অভিনয় করেন শেখ রেজওয়ান ও ইশারা খাতুন। নাটকটি গোবিন্ধচন্দ্র ঘোষকে উৎসর্গ করা হয়।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host