আবদুল হালিম বাবু..
১৭ সেপ্টেম্বর, শনিবার ‘ইউরিয়া সার ও জ¦ালানির বর্ধিত মূল্য প্রত্যাহার কর এবং কৃষিবীমা চালু কর’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা কৃষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে আবদুস সাত্তার মন্ডল সভাপতি ও মজিবর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংগীতের সঙ্গে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উদীচী শিল্পী গোষ্ঠী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহকারী সাধারণ সম্পাদক আবিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা আবুল কালাম, জেলা সিপিবি নেতা আবদুল হালিম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে কাউন্সিলের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। কমিটির ১৩ জনের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, কৃষকেরা মাথার ঘাঁম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন। কখনো প্রখর রোদ উপেক্ষা করেন। কখনো আবার বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। কিন্তু এতো কষ্ট করে ফসল ফলানোর পর তার ন্যায্য দাম পায় না। এই ফসল যখন কৃষকের ঘর থেকে বের হয়ে যায়, তখন তাকে বেশি দামে কিনতে হয়। এখন আবার সার ও কীটনাশকের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর পরেও সার পাওয়া যাচ্ছে না। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ফসল কিনতে হচ্ছে। অবিলম্বে ফসলের ন্যায্যদামের বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ফসলের বীমা চালু করতে হবে। প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে।
Leave a Reply