নিজস্ব প্রতিবেদক..
রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে এক বছরের এক শিশু মারা গেছে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম আহম্মদ উল্লাহ (১)। আহম্মদ উল্লাহর বাবার নাম রুবেল শেখ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আহম্মদ ছিল সবার ছোট।
আহম্মদ উল্লাহর প্রতিবেশী ইব্রাহিম শেখ বলেন, আহম্মদ বাড়িতে ঘরের মধ্যে শুয়ে ছিল। তাদের বাড়ির পাশে একটি ছোট পুকুর আছে। পুকুরে এখন তেমন পানি নেই। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠে। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সে পিছলে পড়ে গিয়ে ছিল। এশার নামাজের পর তাকে দাফন করা হবে।
পানিতে ডুবে নিহতের সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সেবক (নার্স) রাহিম মোল্লা। তিনি বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা গেছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে ছিল।
Leave a Reply