নিজস্ব প্রতিবেদক..
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গতকাল বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। পাংশা ও কালুখালী উপজেলায় আড়াই ঘণ্টার ব্যবধানে ১৪ সেপ্টেম্বর এসব সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম শমসের আলী মন্ডল (৩১) ও হাসান আলী (৩৫)। শমসের পাংশার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম লোকমান আলী মন্ডল। হাসান কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।
এক সন্তানের জনক শমসের প্রবাসী ছিলেন। তিনি মোটর সাইকেল যোগে কুষ্টিয়ার খোকসায় শ^শুরবাড়িতে যাচ্ছিলেন। পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর কবরস্থানে এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাসান কুষ্টিয়া থেকে মোটর সাইকেলে রাজবাড়ীর দিকে আসছিলেন। কালুখালী উপজেলার ফায়ার সার্ভিসের সামনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান।
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply