আবদুল হালিম বাবু
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। এতে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান রিপন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ফখরুজ্জামান মুকুট, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা প্রমূখ।
বক্তারা বলেন, আগে সাক্ষরতা বলতে নাম লেখা ও পড়তে পাড়া বোঝাতো। কিন্তু এখন সাক্ষরতার সংজ্ঞা পাল্টাছে। এখন সাক্ষরতা বলতে কম্পিউটার শিক্ষা, অনলাইনে দক্ষতা বোঝায়। তবে রাজবাড়ী একটি নদী ভাঙন কবলিত জেলা। এজেলায় প্রতিবছর নদী ভাঙনের ফলে অনেক মানুষ বাসস্থান পরিবর্তন করে। তারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমাদের চারকোটি মানুষের সাক্ষরতা জ্ঞান নেই। এটি কোনো কোনো দেশের মোট জনসংখ্যার সমান। ২০৩০ সালের মধ্যে আমাদের সবাইকে সাক্ষরতার আওতায় আনতে হবে। করোনার কারণে স্কুল-কলেজে পড়ালেখায় বিঘœ ঘটেছে। সোনার বাংলা বির্ণিমান করতে আমাদের সাক্ষরতার হার বাড়াতে হবে।
Leave a Reply