নিজস্ব প্রতিবেদক ..
বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের মধ্যে দিয়ে কানিজ ফাতেমা চৈতিকে সভাপতি ও সৈয়দা নাজমুন নাহার সেন্টিকে সাধারণ সম্পাদক করে আটজনের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গনে সম্মেলনের আয়োজন করা হয়।
কানিজ ফাতেমা চৈতি সংসদ সদস্য কাজী কেরামত আলীর একমাত্র কন্যা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মীর মাহফুজা খাতুন।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী,
বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমূখ। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোছা. সাবিনা আক্তার, মুক্তিরানী কর, রহিমা আক্তার, কেয়া প্রামাণিক। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রোমানা কবীর, তামান্না নাসরিন। মোট ৮১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
Leave a Reply