আবদুল হালিম বাবু
রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা ও মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো রফিকুল ইসলাম (৪২), আবুল কালাম খান (৪৮), পাচু হালদার (৩০), আশরাফুল (৩২), জয় রবিদাশ (২২), উজ্জ্বল হোসেন (২৯), রুবেল মন্ডল (৩২), স¤্রাট আলী মন্ডল (৩০), মো. রানা (২২) ও শমসের বিশ^াস (৩৬)। এদের মধ্যে রফিকুল ও আশরাফুল সদর উপজেলার ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। আবুল কালামের বাড়ি কাটাজানি, পাচুর বাড়ি আলীপুর গ্রামে, জয় রবিদাশ হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। উজ্জ্বলের বাড়ি নুরপুর গ্রামে। শমসের বড়লক্ষ্মীপুর গ্রামের চৌরাস্তা মোড় এলাকার বাসিন্দা। স¤্রাটের বাড়ি ধুঞ্চির গোদার বাজার এলাকায়। রানা রাজবাড়ী পৌরসভার চরলক্ষ্মীপুর গ্রামের আহমদ আলী মৃধা কলেজ এলাকার বাসিন্দা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply