নিজস্ব প্রতিবেদক..
৬ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় ‘সিডও কমিটির সমাপনী বক্তব্য (২০১৬) বাস্তবায়ন’ শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভা সঞ্চালনা করেন সংগঠনের আন্দোলন বিষয়ক সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আজমীর হোসেন। মুক্ত আলোচনায় বক্তব্য দেন মহিলা পরিষদের সাবেক সভাপতি আইনজীবী দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লাইলী নাহার, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও রাজবাড়ী জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, কবি নেহাল আহমেদ, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, বৈষম্যের কারণেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের মহান সংবিধানের নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়েও গেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছে। নারীর প্রতি বৈষম্য করা হয়। সম্পদে নারীর অধিকার খর্ব করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীকে হেয় করা হয়। তবে অনেক ক্ষেত্রে নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরাই বাঁধা হয়ে দাঁড়ায়। তবে সবমিলিয়ে আমাদের দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে তাঁরা কাজ করছেন। নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। তবে নারী সমাজের উন্নতির জন্য সিডও সনদ বাস্তবায়ন করতে হবে।
Leave a Reply