বালিয়াকান্দি প্রতিনিধি
৩১ আগস্ট বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদে অবৈধ ভাবে বালু তোলায় দেড়লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ এবং পাইপ ধংস করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর শ্মশানঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা। দন্ডপ্রাপ্ত বালু উত্তোলনকারীর নাম সাইফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্থানীয় কামাল মৃধা নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে গড়াই নদ থেকে বালু উত্তোলন করছিল। এসব বালি পাইপ দিয়ে নদীর পাড়ে জড়ো করে বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যামান আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় কৌশলে সটকে পড়েন বালু তোলার প্রধান হোতা কামাল মৃধা। সেখানে উপস্থিত হন কামাল মৃধা মেয়ে জামাই ও ব্যবস্থাপক সাইফুল ইসলাম। এসময় তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বালু তোলার ড্রেজার জব্দ করা হয়। বালু পরিবহন করার কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করে দেওয়া হয়।
ভ্রামামান আদালতের সত্যতা স্বীকার করেছেন ইউএনও আম্বিয়া সুলতানা। তিনি বলেন, স্থানীয়দের চোখে ধুলা দিয়ে বালু তোলা হচ্ছিলো। বালু তোলায় দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে। ড্রেজার মেশিন স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্বায় দেওয়া হয়েছে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply