নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট গতকাল সোমবার জেলা প্রশাসনের আয়োজন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অফিসার্স ক্লাব মিলনায়তনের প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মাহাবুর রহমান শেখ। সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জেলা ফ্যাসিলিটেটর রফিকুল ইসলাম।
এলজিএসপি-৩ এর আওতায় জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা ২০২১ বিষয়ে দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply