নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও গবাদীপশু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ‘খেলাধূলায় অংশগ্রহণ করি মাদক থেকে দুরে থাকি’ রাজেন্দ্রপুর আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচে জেলা কমান্ড্যান্ট ও ভিডিপি একাদশ এবং রাজেন্দ্রপুর আনসার ও ভিডিপি ক্লাব একাদশ এই খেলায় অংশগ্রহণ করে। খেলায় জেলা কমান্ড্যান্ট একাদশ চার-তিন গোলে বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান। আলোচনা সভা সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর আনসার ও ভিডিপি ক্লাবের সভাপতি আবু আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের মিয়া, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরদার, রাজেন্দ্রপুর আনসার ও ভিডিপি ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এবিএম আকরাম হোসেন।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান বলেন, মাদক যুবসমাজকে ধংস করে দিচ্ছে। মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। এছাড়া আমরা আমাদের ক্লাবটিকে সচল করছি। ক্লাবের দুইজন সদস্যকে দুটি গরু দেওয়া হয়েছে। এখান থেকে আয় দিয়ে ক্লাবটি পরিচালনা করা হবে। আমরা পরে ক্লাবে সেলাই প্রশিক্ষণের আয়োজন করবো।
Leave a Reply