1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
March 27, 2023, 11:24 pm

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • সর্বশেষ আপডেট Tuesday, August 30, 2022
  • 117 মোট ভিউ

 

নিজস্ব প্রতিবেদক

জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত নুরে আলম ও আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট রাজবাড়ী সদর ও পৌর বিএনপির উদ্যোগে শহরের আজাদী ময়দানে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউন রহমান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাহাবুব আলম চৌধুরী। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম। সভায় সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভার কিছুদুর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
বক্তারা বলেন, জ¦ালানী তেলের দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। লোডশের্ডি বেড়েছে। কিন্তু আমাদের প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। আমরা প্রোগ্রাম করলে সেখানে পাল্টা প্রোগ্রাম দিচ্ছে সরকারি দল। জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে। পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে তাকে প্রত্যাহার করা হয়। কিন্তু ভোলায় আমাদের দুজনকে মেরে ফেলা হলো। তাকে কিছু বলা হয়নি, উল্টো হয়তোবা তার প্রমোশন হবে। কাফেরদের কাছে দুনিয়া হল বেহেশত। আর প্রকৃত মমিনদের কাছে দুনিয়া হলো সবচেয়ে যন্ত্রনা ও কষ্টের জায়গা। আওয়ামীলীগের নেতারা সুখে আছে। তাঁরা লুটপাট করছে। দখন করছে। ছাত্রলীগের সেক্রেটারীও দুই হাজার কোটি টাকা পাচার করছে। তাদের কাছে এই দুঃশাসন মোকাবেলা করার জন্য আমাদের পথে নামতে হবে।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host