শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়
আবদুল হালিম বাবু..
২১ আগস্ট রোববার বিকেলে ‘বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাঁই নাই’ স্লোগান সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বিকেলে কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। এতে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, সাবেক সহসভাপতি হেদায়েত আলী, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি রেজাউল হক, জেলা আওয়ামীলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আজম প্রমূখ। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই মাসেই আওয়ামীলীগের নেতৃত্ব নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। নেত্রী প্রাণে বেচে গেলেও মহিলা আওয়ামীলীগের নেত্রী আইভি রহমানসহ অনেকে মারা যান। অগণিত নেতাকর্মী আহত হন। বিএনপি সরকার মানের সন্ত্রাসের সরকার। আগামিতে নির্বাচন। নির্বাচনে বিএনপিকে রুখে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের একত্রিত হয়ে দলকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।
Leave a Reply