গোয়ালন্দ প্রতিনিধি..
১৯ আগস্ট শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়া (যৌনপল্লি) থেকে ৮৮ টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার আলমগীর বেপারী ওরফে ডুবরী আলমগীর (৪১) এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া কিয়ামুদ্দিন মোল্লা পাড়ার আমিন মন্ডল (২৫)। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দুই আসামির বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply