নিজস্ব প্রতিবেদক.
বৃহস্পতিবার রাজবাড়ীর দুটি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। তৃতীয় ধাপে জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ইউনিয়নগুলোতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান।
তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১১ নভেম্বর।
বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়ন হলো বালিয়াকান্দি, ইসলামপুর, বহরপুর, নবাবপুর, নারুয়া, জঙ্গল ও ইসলামপুর। কালুখালী উপজেলার সাতটি ইউনিয়ন হলো রতনদিয়া, মদাপুর, মৃগী, সাওরাইল, মাঝবাড়ী, বোয়ালিয়া ও কালিকাপুর।
তফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান। তিনি বলেন, দুটি উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখনো অফিসিয়ালি কোনো পত্র হাতে পাইনি।
প্রসঙ্গত, কালুখালী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থীরা জয়ী হয়। অপরদিকে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি, বহরপুর, জঙ্গল ও নবাবপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জয়ী হয়। নারুয়া ও জামালপুর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও ইসলামপুর বিএনপি নেতা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয়ী হন।
Leave a Reply