নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর রোববার রাজবাড়ী সদর উপজেলায় চন্দনী ইউনিয়নের চর জৌকুরা এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় খননযন্ত্রটি অকেজো করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
বালু উত্তোলনকারী ব্যক্তির নাম ফারুক হোসেন। তিনি রাজবাড়ী পৌর এলাকার ধুঞ্চি গ্রামের বাসিন্দা। ফারুকের বাবার নাম আবুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকা থেকে বিকেল ৩টায় অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। এসময় চন্দনী ইউনিয়নের চর জৌকুরা এলাকায় খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ফারুক হোসেন। এঘটনায় তাকে তিনলাখ টাকা জরিমানা করা হয়। এসময় তাঁর খননযন্ত্রটি অকেজো করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহার নির্দেশনায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ি ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ড্রেজারটি অকেজো করে দেওয়া হয়েছে।
Leave a Reply