নাহিদুল ইসলাম ফাহিম
৭ অক্টোবর দুপুরে রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। রাজবাড়ী জেলাবাসীর পক্ষে বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি পেশ করা হয়। এতে সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
আকবর আলী মর্জি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক।
জেলা প্রশাসকের কাছে ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। দাবিগুলো হলো- পদ্মা নদী তথা চর ইজারা দেওয়া বন্ধ করতে হবে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে, অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে, অবৈধভাবে বালু উত্তোলনকারীদেও আইনের আওতায় এনে বিচার করতে হবে, নদী ভাঙনরোধে বরাদ্দকৃত কাজের মধ্যে দুর্নীতির সঠিক তদন্ত করতে হবে, পদ্মা নদীতে প্রশাসনের কঠোর নজরদারি বাড়াতে হবে, পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংসদ জাহিদ ফারুকের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, সেনাবাহিনীর তত্ত¡াবধানে শহররক্ষার জন্য মেগা প্রকল্প বরাদ্দ দিয়ে বাস্তবায়ন করতে হবে এবং উত্তোলনকৃত সমস্ত বালু রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারিভাবে কয়েকটি বালুমহাল ইজারা দেওয়া হয়। সেখানে সীমানা চিহ্নিত করে বালু উত্তোলনের পরিমাপ বলে দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, পদ্মা নদীর ভাঙন পরিদর্শনে আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংসদ জাহিদ ফারুক। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে লোহা দিয়ে বাঁধাই করলেও বাঁধ টিকবে না। ৩৭৬ কোটি টাকার প্রকল্প চলমান আছে। আরও ১৬৯৯ কোটি টাকার প্রকল্প গ্রহণের পক্রিয়াধীণ আছে।
Leave a Reply