নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা ও দুটি খননযন্ত্র অকেজো দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ১১টায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়। বরাট ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলায় তাজুল খান নামে এক ব্যক্তিকে দুইলাখ টাকা জরিমানা করা হয়। এসময় তাঁর দুটি খননযন্ত্র অকেজো কওে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ি তাকে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাঁর (তাজুল) মালিকানাধীণ দুটি ড্রেজার অকেজো করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
Leave a Reply