আদালত প্রতিবেদক.
সোমবার বিকেলে জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে নবাগত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘আইনজীবীদের মর্যাদা, পেশাগত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হউন’ প্রতিপাদ্য সামনে রেখে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার সোম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওমর আলী। এতে বক্তব্য দেন আইনজীবী মনজুর মোরশেদ, বিজন কুমার বোস, মাহবুব রহমান, কে এ বারী, নিয়াজ মোহাম্মদ আইয়ুব, এ টি এম মোস্তফা, বিপ্লব কুমার রায় প্রমূখ। সভা সঞ্চালনা করেন জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. জহুরুল হক। এসময় জেলা বার এসোসিয়েশনের বিভিন্ন আইনজীবীরা উপস্থিত ছিলেন।
নতুনদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এটি একটি মহৎ পেশা। সাধারণ মানুষের সেবার জন্য এই পেশা কাজে লাগাতে হবে। মানবতা বিকাশে ভূমিকা রাখতে হবে। মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।
Leave a Reply