কালুখালী প্রতিনিধি.
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুকুরপাড় থেকে সোমবার বিকেলে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল সোয়া ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামে পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কালুখালী পল্লী বিদ্যুতের উল্টোপাশে হারুন অর রশিদেও একটি পুকুর আছে। পুকুরের চারপাশে বিভিন্ন ধরণের গাছপালা। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুকুরটির দূরত্ব প্রায় তিন থেকে চারশ মিটার। বিকেল সোয়া ৩টার দিকে পুকুরের পাড়ে একটি পুটুলির মতো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেটি খুলে ভেতরে তুলা দিয়ে প্যাঁচানো অবস্থায় একটি নবজাতকের (মেয়ে) মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply