নিজস্ব প্রতিবেদক..
১৮ আগস্ট রাজবাড়ীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সাবেক নেতা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি পুস্তক ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া ওরফে বুকডিপো সাত্তারের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
শহরের সজ্জনকান্দার দুই নম্বর বেড়াডাঙ্গার বাসিন্দা ছিলেন। মারা যাওয়ার সময় তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই বছরের ৭ আগস্ট তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের তিনদিন পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীণ থাকা অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান। ওই দিন বিকেল ৪টায় তাকে আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গণে আওয়ামীলীগ, কমিউনিস্ট পার্টি, ওর্য়াকার্স পার্টি, রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। বাদ আছর শহরের শহীদ খুঁশি রেলওয়ে ঈদগাহ মাঠে জানাযা নামাজের আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। পরে তাকে ভবানীপুর এক নম্বর পৌর কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply