“ পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট দুপুরে হাইওয়ে থানা প্রাঙ্গণে থানার ওসি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাইওয়ে মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হামিদুল আলম,বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, গোয়ালন্দ পৌর সভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাংবাদিক রফিকুল ইসলাম, শহীদওহাবপুর ইউনিয়ন যুবলীগ নেতা সুমন, ইউপি সদস্য মাহবুব আলম লিটন, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান আসাদ প্রমুখ।
হাইওয়ে মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হামিদুল আলম,বিপিএম,পিপিএম বলেছেন, রাজবাড়ীতে হাইওয়ে সড়কে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। তার জন্য পুলিশ কাজ করছে এবং করবে।
Leave a Reply