পাংশা প্রতিনিধি
১৬ আগস্ট রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাহেরমোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি ফার্মেসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানটির নাম সোহান ফার্মেসী। এসময় ফার্মেসীর মালিক সোহানুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দুপুরে অভিযান শুরু করা হয়। অভিযান শেষ হয় বিকেলে। সোহান ফামের্সীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির করা হচ্ছিলো। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্টানটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক তাৎক্ষণিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
জরিমানার সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক। তিনি বলেন, জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply