আবদুল হালিম বাবু
১৫ আগস্ট রাজবাড়ীতে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে এসব কর্মসূচি গ্রহণ করাহয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ফকীর আবদুল জব্বার প্রমূখ উপস্থিত ছিলেন। পরে অফির্সাস ক্লাব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিক। এতে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আজম, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি উজির আলী শেখ প্রমুখ। আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply