বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ এর উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার। অনুষ্ঠানে বক্তব্য দেন লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. বেলাল উদ্দিন আহম্মেদ, দশম শ্রেণীর শিক্ষার্থী জুলকার নাঈম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন। এসময় বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
Leave a Reply