নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন বিজয়ের মাস চলতি বছরের ডিসেম্বওে অনুষ্ঠিত হবে। শনিবার জেলা যুবলীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের দুপুরে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহŸায়ক জহুরুল ইসলাম। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, যুবলীগের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কেন্দ্রীয় সদস্য ব্যরিষ্ট্রার মৌসুমি ফাতেমা, ইয়াসির আরাফাত রামিম, রেজাই রাব্বী প্রমূখ।
সভা সঞ্চালনা করেন যুগ্ম আহŸায়ক শাহ্ মো. জাহাঙ্গীর জলিল ও আবুল হোসেন সিকদার। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। নেতাকর্মীদের পদচারণায় বড়পুল থেকে শিল্পকলা একাডেমী মিলনায়তন পর্যন্ত মূখরিত হয়ে উঠে।
সভা শেষে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন করতে হবে।
স্থানীয় সুত্রে জানা যায়, জেলা যুবলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এতে আলী হোসেন পনিকে সভাপতি ও প্রসিত চৌধুরী বিশুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালে প্রসিত চৌধুরী মারা যান। ২০০৪ সালে ৩১ সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি করা হয়। কমিটিতে জহুরুল ইসলামকে আহŸায়ক এবং আবুল হোসেন সিকদার ও শাহ্ মো. জাহাঙ্গীর জলিল যুগ্ম আহŸায়ক করা হয়। সংগঠনের নিয়ম অনুযায়ি তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হয়। দীর্ঘ সময় পার হলেও কমিটিকে পূর্ণাঙ্গ আকার দিতে পারেনি। এনিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
Leave a Reply