ফয়সাল আহমেদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক হল আগামী ২১শে অক্টোবর থেকে খুলে দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে হলে উঠতে প্রত্যেক শিক্ষার্থীকে করোনা ভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
গতকাল বুধবার রাতে একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মনজুরুল হক।
তবে আগামী ২রা অক্টোবর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় হল খোলার এ প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
অধ্যাপক মনজুরুল হক জানান, শিক্ষার্থীদের ১৮ মাসের হল ফি মওকুফ করা হয়েছে। ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী হলের ফি পরিশোধ করেছেন। তাই হল খোলার সময় থেকে তাদের পরবর্তী ১৮ মাস তাদের হল ফি মওকুফ করা হয়েছে।
Leave a Reply