নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের আরোগ্য ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এই ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (এমওসিএস) নুজহাত সুলতানা, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সুর্য্য কুমার প্রামাণিক, রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যামাণ আালত সূত্রে জানা যায়, দুপুরে রাজবাড়ী শহরের কয়েকটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসব ক্লিনিকের মধ্যে আরোগ্য ক্লিনিকে যথাযথ ভাবে স্বাস্থ্যসেবা প্রদান না করা, দায়িত্ব অবহেলায় স্বাস্থ্য ও প্রাণহানির মতো কার্যক্রম পরিচালনা করার অভিযোগে জরিমানা করা হয়। ক্লিনিকের ম্যানেজার বিকাশ কুমার সরকার জরিমানার ৫০ হাজার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের সত্যতা স্বীকার করেছেন ।
Leave a Reply