নিজস্ব প্রতিবেদক..
রাজবাড়ী শহরের ভাজনচালার পাটবাজার এলাকায় একটি ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম মেসার্স রাজু মেডিকেল কর্ণার। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এসময় সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. সেলিম উদ্দিন, রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ আলী উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটায় অভিযান শুরু করে প্রতিষ্ঠানটি। অভিযান সম্পন্ন হয় বিকেল সাড়ে ৫টায়। রাজু মেডিকেল কর্ণারে সরকারের অনুমোদনহীন মেডিকেল স্যাম্পল বেচা কেনা করা হচ্ছিলো। এঘটনায় ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়া বাজারের আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য পরামর্শ দেওয়া হয়।
জরিমানার সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সরকারি নীতি মালা অমান্য করছিল। অনুমোদন ছাড়া চিকিৎসকদের স্যাম্পল ক্রয়-বিক্রয় করার কাজে জড়িত ছিল। একারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply