1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
March 27, 2023, 10:36 pm

বালিয়াকান্দিতে ভোরে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট Thursday, September 23, 2021
  • 120 মোট ভিউ

বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে ভ্যান ছিনতাই কওেরহত্যা মামলার আসামী। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী পুর্বপাড়া গ্রামের রিপন শেখ (৩০) ও জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা মোল্লাপাড়া গ্রামের মকদুল মিয়া ওরফে মাহিম (২০)। এরমধ্যে রিপন শেখ ইতিপুর্বে এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই মামলার আসামী । অপরজন মাহিম একাধিক চুরি ও মাদক মামলার আসামী।

উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ঠাকুরপাড়া গ্রামের হাকিম শেখের ছেলে ইয়াদ আলী শেখ বলেন, প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ভ্যান তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। ভোর ৪টার সময় ভ্যানের শিকলের তালা খোলার শব্দ শুনে ঘর থেকে বের হই। এসময় দেখতে পাই চোরেরা ভ্যান নিয়ে দ্রæত চলে যাচ্ছে। চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে। এরপর পদমদী কুড়িপাড়া এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান। তিনি বলেন, এ ব্যাপারে ইয়াদ আলী শেখ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host