নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেসপাড়া বিল থেকে বৃহস্পতিবার সকালে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম নাসির উদ্দিন (৩৮)। তাঁর বাবার নাম ওমর আলী। নাসির সরিষা ইউনিয়নের বেসপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির নিরীহ প্রকৃতির সাধারণ মানুষ। তাঁর সঙ্গে কারও দৃশ্যমান শত্রæতা ছিল না। মঙ্গলবার রাতে নাসির বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফিরে আসে নাই। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরেরদিন নাসিরের বাবা ওমর আলী পাংশা থানায় এশটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়। তাঁর মুখে ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার কওে পুলিশ।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোয়া ১০টার দিকে বিষয়টি জানতে পেরেছি। আমি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। তিনি নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তাঁর সঙ্গে স্থানীয় কারও কোনো শত্রæতা ছিল না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উন্মোচন করার চেষ্টা চলছে।
Leave a Reply