নিজস্ব প্রতিবেদক. বালিয়াকান্দি উপজেলার শালমারা বাজারে রোববার বিকেলে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে সভার আয়োজন করে বালিয়াকান্দি থানা পুলিশ।
আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব, ইউপি সদস্য আলতাব হোসেন বাবলু, স্থানীয় বাসিন্দা সিরাজ মন্ডল, আবদুল মালেক, জাফর আলী মিয়া, হাফেজ মো. ইয়ারুল ইসলাম প্রমুখ।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, পুলিশ সাধারণ মানুষের সঙ্গে আছে। বিভিন্ন ধরণের অপরাধ দমনে সব সময় সচেষ্ট। তবে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল গেম থেকে দুরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। বর্তমান পুলিশ কনস্টেবল নিয়োগ স্বচ্ছতার মাধ্যমে হবে। কেউ কোন দালালের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না। এসময় তিনি সকল অপরাধীদের তথ্য পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ করেন।
Leave a Reply