সৌরভ চক্রবর্তী
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর উদ্যোগে শুক্রবার পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর, শুক্রবার ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে “ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী আয়োজিত ৯ দিনব্যাপি কর্মসূচির শেষ দিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় শিক্ষা দিবসের পটভূমি নিয়ে আলোচনা করেন প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান।
আলোচনা শেষে পাঠচক্রের উদ্বোধন ঘোষণা করা হয়। বক্তারা পাঠচক্রের গুরুত্ব তলে ধরেন।
জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি শাহরিয়ার হক শিমুল এই ৯ দিনব্যাপি অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply