নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে দুটি হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাজার মুরগীফার্ম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। অভিযানে সহায়তা করেন সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম।
দন্ডপ্রাপ্ত হোটেলের নাম গরীবে নেওয়াজ হোটেল এবং রুদ্র হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে নতুন বাজার এলাকায় বিভিন্ন হোটেল এন্ড রোস্তরায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ওই হোটেল দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রান্না করা, সংরক্ষণ করা, প্রদর্শণ করা ও বিক্রয় করছিল। একারণে হোটেল দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply