প্রতিনিধি, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ওয়াপদা এলাকায় মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা শহরের ফিলিং স্টেশন ও দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান সম্পন্ন হয় সন্ধ্যায়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। এতে সহযোগিতা করে সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে পেট্টোল ও ডিজেল পরিমাপে কম দেওয়া হতো। এখানে প্রতি লিটার পেট্টোলে ১৬ মিলি এবং ডিজেলে ২৬ মিলি কম দেওয়া হতো। ওজনে কম দেওয়ায় সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রত হচ্ছিলো। ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজার জাফর আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করাহয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় সাত্তার হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করাহয়। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply