নিজস্ব প্রতিবেদক.
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৬ টায় সোনাপুর বাজারের কালুখালী অংশে মাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আনোয়ার হোসেন । ুসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো। অন্যান্যের মধ্যে দেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সহ দলটির স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘আমাদের অভিভাবক জিল্লুল হাকিম এমপির হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে এক সঙ্গে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে।’
উল্লেখ্য, শতবছরের পুরোনো সোনাপুর বাজারটি কালুখালী উপজেলার মাজবাড়ি ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে অবস্থিত।
Leave a Reply