আবদুল হালিম বাবু..
৮ আগস্ট, সোমবার বিকেল ৫টায় রাজবাড়ীতে ইউরিয়া সার ও জ¦ালানী তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এবং চাল, ডাল, তেলসহ দ্রব্য মূল্য কমানো, রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘দুনিয়ার মজদুর এক হও’ ¯েøাগান সামনে রেখে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক এড. বাবন চক্রবর্তী, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা সিপিবি নেতা আবদুল হালিম। এসময় বন্ধুপ্রতীম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply