পাংশা, প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর শহরের গুধিবাড়ী গ্রাম থেকে ইয়াবা ও টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পাংশা থানায় গতকাল সোমবার মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলো সিজার বিশ^াস (৩৬)। সিজার গুধিবাড়ী গ্রামের লোকমান বিশ^াসের ছেলে। অপরজন সিজারের ফুফাতো ভাই ইমরান নূর (৩৪)। তিনি কালুখালী উপজেলার ভবানীরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এসময় ১২০টি ইয়াবা ও ৩৮ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।
পাংশা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্ েজড়িত। গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টার দিকে থানার পাশে গুধিবাড়ী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সিজার ও ইমরানকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২০টি ইয়াবা বড়ি ও নগদ ৩৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। সকালে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply