নাহিদুল ইসলাম ফাহিম
রাজবাড়ীতে মাদক দ্রব্য মামলায় একজনকে ৫ বছর সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম মো. বছির খান (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার সমশপুর গ্রামের বাসিন্দা। বছিরের বাবার নাম নুর ইসলাম খান।
মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর সদর উপজেলার গোপিনাথপুর বাজার এলাকা থেকে এক গোপন তথ্যের ভিত্তিতে ২০১৮ সালের ১৪ আগস্ট আসামী মো. বছির খান কে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসআই মো. জাফর আলী খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন সরকারি কৌঁশুলি (পিপি) উজির আলী শেখ। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।
অভিনন্দন ফাহিম সুন্দর একটি রিপোর্ট করার জন্য।