নিজস্ব প্রতিবেদক..
৭ আগস্ট রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাবুপুর গ্রামে নানাবাড়িতে প্রতিবেশীর পুকুরে ডুবে এক শিশু মারা গেছে।
নিহত শিশুর নাম মার্জিয়া আক্তার (৬)। মার্জিয়ার বাবার নাম মঈনুল হোসেন। মঈনুল রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবদিয়া গ্রামের বাসিন্দা।
বাবুপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের নেতা আলী রেজা বলেন, দুই বোনের মধ্যে মার্জিয়া বড়। তার আড়াই বছরের আরেকটি বোন রয়েছে। মার্জিয়ার বাবা বাস শ্রমিক। মঈনুল স্ত্রী সন্তান নিয়ে পারিবারিক কলহের জের ধরে প্রায় তিন মাস ধরে শ^শুর আছির উদ্দিন শেখের বাড়িতে আছেন। বিকেল সাড়ে ৩টার দিকে মার্জিয়া নানা বাড়ির পাশে সিরাজ মিয়ার বাড়ির পুকুরে গোসল করতে যায়। এসময় তার সঙ্গে আরও দুই শিশু ছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পরেও পানি থেকে ডুব দিয়ে মার্জিয়া না ওঠায় শিশু দুটি এসে মার্জিয়ার মাকে খবর দেয়। পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে খুঁজতে থাকে। কিন্তু তাকে পুকুরে খুঁজে পাওয়া যায়নি। কিছুসময় পরে শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠে। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালে কর্মরত জ্যেষ্ঠ স্টার্ফ নার্স আবদুল্লাহ আল মামুন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছে। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।
Leave a Reply