নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি আলাদীপুর গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামাণিক, রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অনুপ কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কেটে অন্য জায়গা ভরাট করার অভিযোগে দেলোয়ার হোসেনকে ২০১০ সালের বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ি ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া গোয়ালন্দ মোড় এলাকায় বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন অনুযায়ি দুটি হোটেলকে জরিমানা করা হয়। মারশাল্লাহ হোটেলকে দুই হাজার টাকা ও সুপার স্টার হোটেলকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ধূমপান ও তামাক জাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ মুন্সীকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামাণিক বলেন, সাড়ে ১১টায় অভিযান শুরু করা হয়। অভিযান সম্পন্ন হয় বিকেল ৩টায়। এসময় আহলাদীপুর ও গোয়ালন্দ মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন অপরাধে মোট ৫৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply