নিজস্ব প্রতিবেদক
বুধবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা। সভায় বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হান্নান মোল্লা, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতেও বিভিন্ন উন্নয়নের ছোঁয়া লেগেছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে।
Leave a Reply