কাওসার আহমেদ রিপন
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ‘দুনিয়ার মজদুর এক হও’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজীবন বিপ্লবী কমরেড সৌমেন দাস ভরতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, বাংলাদেশ জাসদের সভাপতি স্বপন কুমার দাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, ক্ষেতমুজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গোয়ালন্দ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ক্বারী মো. শাহাবুদ্দিন মন্ডল, সিপিবি শহর শাখার সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ আহম্মেদ, সাবেক সভাপতি আবদুল হালিম, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ রিপন। সভা পরিচালনা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী।
সভার শুরুতে প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সিপিবি ও বন্ধুপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, কমরেড সৌমেন দাস ছিলেন আজীবন বিপ্লবী। ছাত্র ইউনিয়নের মধ্যে দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের পথচলা। তিনি ছাত্রজীবন শেষে কৃষক সমিতির সঙ্গে জড়িত ছিলেন। কালুখালী ও রাজবাড়ী উদীচী গড়ে তোলার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। জেলা উদীচীর সহসভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করছেন। জেলা সিপিবির সাধারণ সম্পাদক, সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন সৈনিক। তাঁর আদর্শ ধারণ করে গ্রামে গঞ্জে পার্টি গড়ে তুলতে হবে।
Leave a Reply